আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০১৮

প্রথম কলাম

আবুধাবিতে আটক কাতার রাজপরিবারের সদস্য!

আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি কাতারের রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। অভিযোগ করেছেন যে, তাকে সংযুক্ত আরব আমিরাতে তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। শেখ আব্দুল্লাহ বিন আলি আল থানি সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে কাতারের কূটনৈতিক সংকটের মধ্যেও দেশটি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি তাকে তার ইচ্ছের বিরুদ্ধে আটক করার অভিযোগটি করেছেন ইউটিউবে এক ভিডিও বার্তার মাধ্যমে। তিনি দাবি করেন যে, তিনি আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক আটক রয়েছেন এবং তার কিছু হলে তিনিই পুরোপুরি দায়ী হবেন। তবে আরব আমিরাতের কর্মকর্তারা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শেখ আব্দুল্লাহ বিন আলি আল থানি কাতারের বর্তমান আমিরের আত্মীয়।

ভিডিওতে দেখা যায়, তিনি আরামকেদারায় বসে আছেন এবং ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলছেন। তিনি বলেন, ‘আমি এখন আবুধাবিতে শেখ মোহাম্মদের অতিথি হিসেবে। কিন্তু এটিকে ঠিক অতিথির মর্যাদা বলা যাচ্ছে না। বরং এটা আটকে রাখার মতো বিষয়। তারা আমাকে কোনো দিকে যেতে মানা করেছে।’

শেখ আব্দুল্লাহ বিন আলি আল থানি বলেন, ‘আমি সবাইকে অবহিত করতে চাই যে, যদি আমার কোনো কিছু ঘটে তাতে কাতারের কোনো দোষ থাকবে না।’ তবে বিষয়টি নিয়ে একাধিক টুইট করেছেন আবুধাবির শিক্ষা বিভাগের প্রধান আলি রশিদ আল নুয়াইমি। যাতে বলা হয়, শেখ আব্দুল্লাহ যেখানে খুশি সেখানে যেতে পারেন।

মূলত সৌদি আরব ও তার মিত্ররা যখন কাতারকে একঘরে করার চেষ্টা করেছিল তখন থেকে শেখ আব্দুল্লাহ বিন আলি আল থানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যে। তখনকার কূটনৈতিক সংকটের সময় মূলত তার চেষ্টাতেই কাতার থেকে হজযাত্রীরা সৌদি আরবে হজ পালনের সুযোগ পেয়েছিলেন এবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist