নিজস্ব প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০১৮

অবৈধ সম্পদ

ওয়াসার সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন থেকে অভিযোগপত্র আদালতে দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসামি ফরিদ আহমেদের বিরুদ্ধে ২০১৬ সলের ৭ ডিসেম্বর রমনা থানায় মামলা করে দুদক।

মামলা দায়েরের দিনই আসামিকে রাজধানীর মিরপুরের পীরেরবাগ থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মামলাটি তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী ফরিদ আহমেদ দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ৭৫ লাখ ১৮ হাজার ৩২৯ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি দুই লাখ ৫২ হাজার ৫৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist