পাবনা প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০১৮

পাবনায় গত দুই মাসে ৭৪ শিশুর মৃত্যু

শীতের কারণে পাবনায় বেড়েছে ঠা-াজনিত রোগ। শৈত্যপ্রবাহ আর ঠা-ায় জবুথবু হয়ে পড়েছে মানুষ। পাবনা জেনারেল হাসপাতালে গত দুই মাসে সাড়ে তিন হাজার শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়। এদের মধ্যে ৭৪টি শিশুর মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরের জেলা পাবনায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল রোববার পাবনায় সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। শীতে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগ। এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উদ্বিগ্ন অভিভাবকরা ছুটছেন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সদরের পাবনা জেনারেল হাসপাতালে। কিন্তু সেখান থেকেও মিলছে না কাক্সিক্ষত চিকিৎসা সেবা। প্রতিদিনই অন্তত ৩-৪ জন শিশুকে রাজশাহী অথবা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে। সেই সঙ্গে জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। একত্রে তিনটি শিশুর জন্য একটি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। জানা গেছে, ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র ৩৩টি। গতকাল রোববার ৬৪টি শিশু ও বয়স্কসহ ডায়রিয়া ও ঠা-াজনিত রোগে ভর্তি হয়েছে। বেড সংকুলান না হওয়ায় মেঝেতে বিছানা করে চিকিৎসা নিতে হচ্ছে। অন্যদিকে, ফটো থেরাপি মেশিন বিকল থাকায় একটি বাল্ব জ্বালিয়ে তিনটি শিশুকে থেরাপি দেওয়া হচ্ছে। হাসাপাতালে অক্সিজেন সংকট থাকায় তিনটি শিশুকে একটি সিলিন্ডারে অক্সিজেন নিতে দেখা যাচ্ছে। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রাবেয়া খাতুন জানান, শীতের শুরুতে অর্থাৎ গত নভেম্বরে এ হাসপাতালে দুই হাজার ২৫টি শিশু ভর্তি হয় এবং ৪৪ শিশুর মৃত্যু হয়। তার মধ্যে নিউমোনিয়া রোগে আক্রান্ত চারটি শিশু মার যায়। এছাড়া ডিসেম্বরে ভর্তি এক হাজার ৩৫ শিশুর মধ্যে মারা যায় ২৮ শিশু। তার মধ্যে ৬টি শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। পাবনায় বর্তমানে শীতের মাত্রা যেমন বাড়ছে তেমনি রোগীর সংখ্যাও বাড়ছে। চিকিৎসকরা বলেছেন শীতের শুরুতে এবং শীতের শেষ দিকে শীতজনিত রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। অভিভাবকরা সচেতন হলে শিশুর সুরক্ষা সম্ভব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist