কক্সবাজার প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৮

সেন্ট মার্টিনে ২১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসারে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ২১ কোটি টাকা মূল্যের চার লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত নৌকাটিও আটক করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত জানান টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জাফর ইমাম সজীব।

তিনি জানান, গভীর রাতে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড টহল দলের সদস্যদের নিয়ে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসারে অবস্থান নেয়। কোস্টগার্ড টহল দল একটি ইঞ্জিন নৌকা দেখতে পেয়ে থামানোর জন্য সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন তাদের ধাওয়া করলে ইঞ্জিনচালিত নৌকাটি সেন্ট মার্টিন সাগরে ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। তখন কোস্টগার্ড নৌকাটি আটক করে। নৌকায় থাকা পলিথিন মোড়ানো পাঁচটি বস্তায় রাখা চার লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যেগুলোর আনুমানিক মূল্য ২১ কোটি টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist