প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০১৮

বাঘের মুখ থেকে স্বামীকে বাঁচালেন স্ত্রী

বাঘের মুখ থেকে স্বামীকে বাঁচিয়েছেন স্ত্রী। স্বামীকে বাঁচাতে লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়েন বাঘের ওপর। শেষ পর্যন্ত বাঘ তার স্বামীকে ছাড়তে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ভারতীয় অংশের বিজুয়ারা নামক অঞ্চলে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে কলকাতার পত্রিকা ‘আজকাল’।

জানা গেছে, স্থানীয় ঠাকুরান নদীর খাঁড়িতে কাঁকড়া ধরছিলেন গৌতম মল্লিক। সঙ্গে ছিলেন স্ত্রী মীনা ও দুই প্রতিবেশী। হঠাৎ এ চারজনের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি হিংস্র বাঘ। কিন্তু অন্যদের ছেড়ে দিয়ে শুধু গৌতমকে মুখে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে যায় বাঘটি। এ সময় গৌতমকে রক্ষায় বাঘের পিছু নেন তার স্ত্রী মীনাসহ তিনজন। তারা কাঁকড়া ধরার রড নিয়ে ছুটতে থাকেন। গৌতমও বাঘের মুখ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালান। সুন্দরবনের জঙ্গলে এমন অসম লড়াইয়ের একপর্যায়ে বাঘকে বাগে পেয়ে যান মীনা। তখন রড নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। কয়েকবার মার খাওয়ার পর বাঘ গৌতমকে ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। তখন গৌতম রক্তাক্ত। বাঘের নখের আঁচড়ে সারা শরীরে ক্ষতচিহ্ন। পরে নৌকায় করে তাকে নেওয়া হয় পার্থপ্রতীমার মাধবনগর ব্লক হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, গৌতম পার্থপ্রতীমার সত্যদাসপুরের বাসিন্দা। হাসপাতালে মীনা বলেন, জঙ্গলে বাঘের ক্ষমতা কোনো দিন দেখিনি। অনেক চেষ্টা করে তবে ছাড়াতে পেরেছি। বাঘের মুখ থেকে স্বামীকে ছাড়ানোর পর যেন মীনার সাহস আরো বেড়ে গেছে। তাই তিনি বললেন, স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরলে আবার কাঁকড়া ধরতে যাবেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist