আশুলিয়া প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৮

দুর্ধর্ষ ডাকাতি

১৫ লাখ টাকার মালামাল লুট

সাভারে একটি ট্রান্সফরমার মেরামত ও তৈরি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা কারখানার নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত শুক্রবার ভোররাতে সাভারের আমিনবাজার সালেহপুর এলাকার ইউনাইটেড জেনারেল ইলেকট্রনিকস কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার রোকনুজ্জামান বলেন, শুক্রবার ভোররাতে ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল কারখানার নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা কারখানার নয়জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে সবাইকে স্টোর রুমে আটকে রাখে। এ সময় তারা এক লাখ ৮০ হাজার টাকা, ফোনসহ কারখানার ট্রান্সফারমার তৈরির জন্য মজুদকৃত প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর সকালে গৃহকর্মীরা এসে সবাইকে হাত-পা বাঁধা অবস্থা থেকে মুক্ত করে। এ সময় সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সাভার মডেল থানা ও আমিনবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল কিংবা ডাকাতির কাজে জড়িত কাউকে আটক করতে পারেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist