প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৮

অন্ধকার দূর করতে আলোক গাছ!

গাছ যে মানুষের পরম বন্ধু তা আবারও প্রমাণিত হয়েছে। এবার রাতের বেলা অন্ধকার দূর করতে বিশেষ পদ্ধতিতে আলো সরবরাহ করবে গাছ! যুক্তরাষ্ট্রের ম্যাসেসুচেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক দল বিজ্ঞানী বিশেষ গাছের পাতার মাধ্যমে আলোক উৎপাদন করতে সক্ষম হয়েছেন। আর এই গাছের নাম দিয়েছেন আলোক গাছ; যে গাছ রাতের বেলা অন্ধকার দূর করতে সক্ষম হবে। তবে এই আলো খুব বেশি উজ্জ্বল হবে না। এমআইটির বিজ্ঞানীরা আলোক গাছ তৈরির জন্য বেছে নিয়েছেন কলমি জাতীয় গাছ। প্রথমে সেই গাছের পাতা তারা ‘ন্যানোপার্টিক্যালস’ নামের বিশেষ এক ধরনের কেমিক্যালের মধ্যে চুবিয়ে রাখেন। এরপর উচ্চ চাপে রাখা হয় সেগুলোকে। উচ্চচাপে রাখার ফলে ন্যানোপার্টিক্যালস নামের সেই উপাদান পাতার পত্ররন্ধ্রের মধ্যে ঢুকে যায়। এরপর সেই পাতা লুসিফারেন নামের এক ধরনের এনজাইম নির্গত করে, যা কি না পাতার মধ্য থেকে উজ্জ্বল আলো নির্গত করে। এরপর স্বয়ংক্রিয় বিক্রিয়ার মাধ্যমে গাছের পাতা আলোর জোগান দিতে থাকে।

বোতলের চিনির পানির মধ্যে ডুবিয়ে রাখা হয় পাতাকে। আর দিনের বেলা রাখা হয় সূর্যের আলোতে। গবেষকরা বলেন, আমরা গাছের মধ্যে এনার্জি সঞ্চিত করে বিশেষ পদ্ধতিতে সেই এনার্জিকেই আলোতে রূপান্তরিত করে থাকি। তবে এই আলো প্রচলিত বিদ্যুৎ বাতির আলোর চেয়ে অনেক হালকা। তবে এটি একটি দারুণ সূচনা। ভবিষ্যতে হয়তো রাস্তার এক একটি গাছ রাতের অন্ধকার দূর করতে ল্যাম্প পোস্টের ভূমিকা পালন করবে। সিএনএন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist