সংসদ প্রতিবেদক

  ১০ জানুয়ারি, ২০১৮

‘রোহিঙ্গা আগমনে পর্যটনে বিরূপ প্রভাব পড়ছে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল সংসদকে জানিয়েছেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনে পর্যটন শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, রোহিঙ্গাদের আগমনে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য বান্দরবান, কক্সবাজারসহ সংলগ্ন এলাকার পর্যটনশিল্পের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তবে পর্যটকদের নির্বিঘেœ চলাফেরার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ তৎপর রয়েছে। তাছাড়া দেশের পর্যটন গন্তব্যে পর্যটকদের ভ্রমণে আকৃষ্ট করার জন্য প্রচার-প্রচারণাসহ নানা ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নুরুন্নবী চৌধুরীর

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পর্যটনশিল্পের উন্নয়ন এবং বিকাশে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশে পর্যটক আগমনের সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। মন্ত্রী বলেন, ২০১৫ সালে বাংলাদেশে মোট ভ্রমণকারীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৩ হাজার ৯৪ জন, ২০১৬ সালে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ লাখ ১৬ হাজার ৭২৮ জনে দাঁড়িয়েছে। এসব পর্যটকের বেশিরভাগই ভারত, চীন, জাপান, নেপাল, শ্রীলংকা, ভুটান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস ইত্যাদি দেশের নাগরিক।

মে মাসে চালু হবে ইন্টার কন্টিনেন্টাল হোটেল

পর্যটনমন্ত্রী জানান, এক সময়ের শেরাটন পরবর্তীতে রূপসী বাংলা হোটেলের সংস্কার কাজ শেষে হবে চলতি বছরের মে মাসে। ওই সময় নাম হবে হোটেল ‘ইন্টার কন্টিনেন্টাল’। এরপর এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। মন্ত্রী জানান, রূপসী বাংলা হোটেলের সংস্কার ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৫২৭ কোটি ৫ লাখ টাকা। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করে ওই বছরের অক্টোবরের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল হোটেল গ্রুপের নিকট হস্তান্তর করার কথা ছিল। তবে প্রশাসনিক ও দক্ষ জনবল নিয়োগে ব্যর্থ হওয়ায় প্রকল্প শেষ না করে নিরাপত্তার অজুহাতে প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠান ২০১৬ সালের ৩০ জুন চুক্তি অবসানের নোটিস দিয়ে প্রকল্প সাইট ত্যাগ করে, যার ফলে সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist