ঠাকুরগাঁও ও পঞ্চগড় প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০১৮

আগামীতে রংপুরের মতো স্বাধীন নির্বাচন হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে রংপুরের মতো নিরপেক্ষ, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, যারা অপকর্ম করেন, অপকর্ম ছেড়ে দিন, সংশোধন হন। যারা চাঁদাবাজদের প্রশ্রয় দেন, তারা মনোনয়ন পাবেন না। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত ছিটমহল গারাতির মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন তিনি ঠাকুরগাঁওয়েও শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল ও টাকা বিতরণ করেন। ঠাকুরগাঁওয়ে ওবায়দুল কাদের বলেন, যারা অপকর্ম করেন, তারা সংশোধন হন। অন্যথায় মনোনয়ন পাবেন না। আমি ভালো, আমার ভাগিনা-ভাতিজা-ভাগ্নে-ভাই খারাপ; আমার নামে অপকর্ম করে কিন্তু আমি ভালো লোক এটা ঠিক নয়। আমি নেতা, আমার আশপাশের লোকজনকেও ভালো হতে হবে। একা ভালো হলে হবে না। আমাদের কাছে কিছু কিছু অভিযোগ আছে, যেমন প্রাইমারি স্কুলের নৈশ প্রহরীর চাকরি দিয়ে যারা টাকা খায় তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবে না। পুলিশ কনস্টেবল কত গরিব মানুষ, এখানে ভাগ বসায়, আমার দুইজন, আমার পাঁচজন, আমার সাতজন; আর গরিব লোক জমি বিক্রি করে টাকা দেয় এসব লোক দলের নেতা হতে পারে না। যদি কেউ করেন তাহলে এসব থেকে নিজেকে বিরত করুন। আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে সবকিছুর খবর আছে। এসিআর জমা হচ্ছে; সাবধান।

তিনি ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে এক হাজার ৫০০ কম্বল ও নগদ ২০০ করে টাকা বিতরণ করেন। এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় পাঁচ হাজার কম্বল ও প্রত্যেককে ২০০ করে টাকা দেওয়া হয়।

পঞ্চগড়ে সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের আশঙ্কার কোনো কারণ নেই। আগামীতে রংপুরের মতো নির্বাচন হবে। এ নির্বাচন নিয়ে কেউ একটি অভিযোগ করতে পারেনি। সারা দেশে নৌকার জোয়ার শুরু হয়েছে। ফখরুল সাহেব ‘হেরে যাওয়ার ভয়ে’ আছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শহরে কম্বল বিতরণ করে চলে যেতে পারতাম। নেত্রীর নির্দেশে গ্রামে এসেছি। আওয়ামী লীগ মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না। মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করতে আমরা বিব্রতবোধ করি। বিএনপি মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে। লোক দেখানোর জন্য আসবে। ফটোসেশন করে চলে যাবে। কথা দিয়ে ভোট হয় না। আওয়ামী লীগ কাজ দেখিয়ে ভোট আদায় করবে। আওয়ামী লীগ কথার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি কথার মালায় বিশ্বাসী।’

মন্ত্রী বলেন, ‘যত দিন কষ্ট থাকবে, শেখ হাসিনার সাহায্য তত দিন অব্যাহত থাকবে।’ বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়ে বলেন, ‘শেখ হাসিনা শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতিশীল। আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে। পর্যায়ক্রমে সব শিক্ষককে এমপিওভুক্তের আওতায় আনা হবে। শহীদ মিনার বা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে হবে না।’

ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে শীতবস্ত্র বিতরণকালে মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আবদুল আওয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী ছিলেন।

পঞ্চগড়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বোদা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন এবং জনসভায় বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist