প্রযুক্তি ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০১৭

প্রযুক্তি

শাওমির ৬ জিবি র‌্যামের ফোন

নতুন একটি ফ্লাগশিপ ফোন বাজারে আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শাওমি মি৬। ফোনটি ২০১৭ সালের শুরুর দিকে বাজারে আসার কথা।

চীনের ওয়েবসাইট টেকওয়েব শাওমির নতুন ফোনের তথ্য প্রকাশ করেছে। টেকওয়েবের প্রকাশিত তথ্য মতে, দুটি ভার্সনে পাওয়া যাবে মি৬। একটি হবে ফ্লাট স্ক্রিনের। অন্যটি হবে ডুয়েল কার্ভড স্ক্রিনের। এদের মডেলও হবে ভিন্ন ভিন্ন। একটির মডেল মি৬। অন্যটি মি৬ প্রো।

মি৬ ফোনটি হবে ৪ জিবি র‌্যামের। এতে ১২৮ জিবি বিল্টইন মেমোরি থাকবে। অন্যদিকে মি৬ প্রো হবে ২৫৬ জিবির। এর র‌্যাম ৬ জিবির। মি৬ ফোনটিতে ফিজিক্যাল হোম বাটন থাকবে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেন্সর ব্যবহৃত হবে। ফোনটিতে আরও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। এই ফোনটির ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে কুইক চার্জ ৪.০ সমর্থন করবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist