জামালপুর প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

বালু উত্তোলনের পাইপ ফেটে কৃষকের মৃত্যু

জামালপুরে অর্থনৈতিক অঞ্চলের মাঠ ভরাটের কাজে ব্যবহৃত বালু উত্তোলনের পাইপ ফেটে এক কৃষকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের সুলতাননগর গ্রামে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরআগে গত সোমবার বেলা ১১টার দিকে নিজের আবাদি জমিতে কাজ করার সময় বালু উত্তোলণের বিশালাকৃতির পাইপ মাথায় পড়লে গুরুতর আহত হন নজরুল ইসলাম (৩৮) নামের ওই কৃষক। পরে রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নজরুল ইসলাম সুলতাননগর গ্রামের হাসমত আলী খানের ছেলে। গ্রামবাসীর বিক্ষোভের খবরে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লোকমান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন ও তিতপল্লা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ ওই গ্রামে যান। ঠিকাধারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের সুপারভাইজার বারেক বিশ্বাস বলেন, মাটি ভরাটের পাইপটি ত্রুটিপূর্ণ থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লোকমান হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কর্তৃপক্ষ থেকে নগদ এক লাখ টাকা এবং নিহত কৃষকের স্ত্রীকে স্থায়ীভাবে চাকরির ব্যবস্থা করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close