ক্রীড়া ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

ওমানের ২৪ রানের লজ্জা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৪ রানে গুটিয়ে গেছে ওমান। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে যা চতুর্থ সর্বনিম্ন স্কোর। ওমানের ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১৭ দশমিক ১ ওভার। নিয়মিত আঘাত হানতে থাকা স্কটল্যান্ডের রুয়াইদ্ধি স্মিথ ও অ্যাড্রিয়ান উইকেট নিয়েছেন চারটি করে। বাকি দুই উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স। ওমানের খেলোয়াড় আলি ছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। মোট ছয়জন সাজঘরে ফিরেছেন শূন্য রানে। জবাবে ৩.২ ওভারেই জয় তুলে নেয় স্কটল্যান্ড (২৬/০)। দুই দেশ মিলিয়ে এটাই এক দিনের ক্রিকেটে সর্বনিম্ন মোট রান। সব মিলিয়ে ম্যাচে ২০ দশমিক ৩ ওভার খেলা হয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ওমানের ২৩ চতুর্থ সর্বনিম্ন স্কোর। ২০০৭ সালে বার্বাডোজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ১৮ রান, ২০১২ সালে কোল্টস সিসির বিরুদ্ধে সারাসেন্স সিসির ১৯ রান ও ১৯৭৪ সালে ইয়র্কশায়ারের বিরুদ্ধে মিডলসেক্সের ২৩ রান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close