চট্টগ্রাম ব্যুরো

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলে হবে না, ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। গতকাল শনিবার চসিক হলরুমে শাহানশাহ হজরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট বৃত্তি তহবিল থেকে মেধাবৃত্তির অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, গরিব মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। সরকার উপবৃত্তি দিচ্ছে, বিনামূল্যে বই বিতরণ করছে। গাউসুল আজম মাওলানা শাহসুফী হজরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ১১৩তম ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানে অংশ হিসেবে এ বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে ৭৫ জন শিক্ষার্থীকে দেড় লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়। নুর মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রফিকুল আনোয়ার, চসিক শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, অধ্যাপক মোহাম্মদ ফোরকান, মাওলানা জাফরউল্লাহ প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close