ফরিদপুর প্রতিনিধি

  ১৩ জুন, ২০১৮

সালথায় ইউপি অফিস ঘেরাও

ঈদ-উল-ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে চাল বিতরণ শুরু করা হয়। এলাকাবাসী জানান, সরকারি নিয়মানুযায়ী মাঝারদিয়া ইউনিয়নে এক হাজার ৭৮৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ রয়েছে। প্রতি কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার আবদুর রহমানের যোগসাজসে ৬-৭ কেজি করে চাল বিতরণ করেন। পরে ভিজিএফ উপকারভোগী ও এলাকাবাসীরা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, ইউপি সচিব ও ট্যাগ অফিসারকে আটকে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে ইউএনও মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের অধীনে চাল বিতরণ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist