নিজস্ব প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০১৮

নিউমার্কেট ব্যবসায়ীদের বিক্ষোভ

নীলক্ষেত মোড় বন্ধ : ভোগান্তি

নিউ মার্কেটে একতলা একটি ভবনকে দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন। গতকাল সোমবার দুপুরে নীলক্ষেত মোড়ে কয়েকশ ব্যবসায়ী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এদিকে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে নীলক্ষেত মোড়ের সঙ্গে যুক্ত সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ওই এলাকা দিয়ে হেঁটে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে পথচারীদের। প্রচন্ড ভিড়ে সবার চিড়েচ্যাপ্টা অবস্থা। এ ছাড়া পুরো নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্সল্যাব, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শাহবাগ এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আটকা পড়েছে শত শত যাত্রীবাহী বাস। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে অবস্থান থেকে সরে আসেন ব্যবসায়ীরা। বিকেল পৌনে ৫টার দিকে স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস সেখানে যান। তিনি ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। ব্যবসায়ীদের উদ্দেশে তাপস বলেন, ‘আমি আপনাদের সঙ্গে একমত। নিউ মার্কেটের একটা নিজস্ব ঐতিহ্য আছে। সিটি করপোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা তারা পুনর্বিবেচনা করবেন বলে আমার বিশ্বাস।’ নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে নিউমার্কেটের একতলা ভবনকে মালিক সমিতি দোতলা করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে ব্যবসায়ীরা। দুপুর আড়াইটার দিকে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আমাদের দাবি অবিলম্বে সিটি করপোরেশনের দোকান নির্মাণের এ সিদ্ধান্ত থেকে সরে আসবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের সাংসদ শেখ ফজলে নূর তাপস এসে আমাদের দাবি মানার ব্যাপারে এসে আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এ অবরোধ চলবে। বিক্ষোভকারী ব্যবসায়ীরা বলছেন, সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তার কারণে রাজধানীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা লাভবান হন না। এবার তারা উপরি আয়ের আশায় যোগসাজশে দোতলা ভবন নির্মাণ করছেন। যা মার্কেটের পরিবেশ নষ্ট করবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist