নিজস্ব প্রতিবেদক

  ০৯ জানুয়ারি, ২০১৮

বাড়ির উঠানের মতো সুন্দর ঢাকা চাই

আতিকুল

বাড়ির উঠানের মতো সুন্দর ঢাকা গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীস্থ ডিএনসিসি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বাড়ির উঠানে যেমন জলাবদ্ধতা হয় না, ময়লা জমে না, কেউ দখলও করতে পারে না, ঠিক তেমন একটি ঢাকা গড়তে চাই।’

ঢাকা মহানগর উত্তর শ্রমিক-কর্মচারী সমন্বিত পরিষদ আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, ঢাকার সব খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে। বাচ্চারা খেলার কোনো জায়গা না পেয়ে মোবাইল-ইন্টারনেটের বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পড়েছে। এতে তরুণ প্রজন্মের মেধা বিকশিত হতে পারছে না। তাই আমি ডিএনসিসির মেয়র নির্বাচিত হলে সব খেলার মাঠ উন্মুক্ত করব। আগামী প্রজন্মের জন্য একটি উন্মুক্ত ঢাকা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিজের পারিবারিক পরিচিতি তুলে ধরে তিনি আরো বলেন, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি। কষ্ট করে, সংগ্রাম করে এ পর্যায়ে এসেছি। মায়ের সেলাই করা জামা পরে মানুষ হয়েছি। ইস্ত্রি করার টাকা পর্যন্ত ছিল না। তার মা জামা বালিশের নিচে রেখে ভাঁজ করে পরতে দিতেন। এ সময় ১১ ভাইবোনের সংসারে টানাপড়েনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আতিকুল।

নিজের মনোনয়নপ্রাপ্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমি কোনো দল করি না। কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক। মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসি। রাজনীতি করি না, কিন্তু উদ্যোক্তা।’ শান্তিনগরে নিজেদের থাকার বাসায় একটি রুম নিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করেছিলেন। এখন সারা দেশেই তার গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে। ১৯ হাজারের বেশি শ্রমিক এসব প্রতিষ্ঠানে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑসংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. বরকত খান, শ্রমিক নেতা আলাউদ্দিন সরকার প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতারা অংশ নেন। এদিকে, গতকাল সকালে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট সংলগ্ন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist