reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ডিসেম্বর, ২০১৭

বিজয় দিবস প্রদর্শনী ম্যাচের দল ঘোষণা

বিজয় দিবস প্রদর্শনী ম্যাচের আগেরবারের জয়ী দল শহীদ মুশতাক একাদশ

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটার আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও মুশতাক আহমেদকে সম্মান জানাতেই প্রতি বছর এই ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচকে সামনে রেখে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশের দল ঘোষণা করেছে বিসিবি।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলা শুরু হবে সকাল সাড়ে দশটায়। এই টি-টোয়েন্টি ম্যাচে শহীদ জুয়েল একাদশে জায়গা পেয়েছেন জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আমিনুল ইসলাম বুলবুল, আতাহার আলী খান, মেহরাব হোসেন অপিরা। শহীদ জুয়েল একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দিপু রায় চৌধুরী। টিম ম্যানেজারের দায়িত্ব ওঠেছে রকিবুল হাসানের কাঁধে।

শহীদ মুশতাক একাদশে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আরও আছেন বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত। শহীদ মুশতাক একাদশের জার্সিতে দেখা যাবে তারেক আজিজ, মুশফিকুর রহমান বাবু-ফারুক আহমেদদের। টিম ম্যানেজার মোহাম্মদ আলী। কোচের দায়িত্বে ওয়াহিদুল গণি।

শহীদ জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, আমিনুল ইসলাম বুলবুল, এহসানুল হক সেজান, হান্নান সরকার, হাসানুজ্জামান, জাহাঙ্গীর আলম, নেয়ামুর রশিদ রাহুল, আতাহার আলী খান, তালহা জুবায়ের, মোর্শেদ আলী খান, শফিউদ্দিন্ন আহমেদ বাবু, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক) ও মেহরাব হোসেন অপি।

শহীদ মুশতাক একাদশ: হারুনুর রশিদ লিটন, হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, মুশফিকুর রহমান বাবু, খালেদ মাহমুদ সুজন, জামাল উদ্দিন বাবু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, সাইফুল ইসলাম, তারেক আজিজ, মিজানুর রহমান বাবুল, ফারুক আহমেদ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিজয় দিবস,প্রদর্শনী ম্যাচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist