reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০১৭

শেষ চারে ঢাকা ডায়নামাইটস

এবারের আসরের শেষ চারে উঠে গেল সাকিব আল হাসানের দল। শনিবার রাজশাহী কিংসকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, সাকিব আল হাসান, এভিন লুইসের মতো তারকারা শেষ চারে যাবেই সেটা নিয়ে সন্দেহ ছিল না ক্রিকেটপ্রেমীদের। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ২০৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ঢাকা। জবাবে মাত্র ১০৬ রানেই অলআউট হয় রাজশাহী কিংস। এই হারে শেষ চারে ওঠাটা কঠিন হয়ে গেল রাজশাহীর জন্য। শেষ দুটি ম্যাচে রংপুর রাইডার্স যদি পথ না হারায় তাহলে রাজশাহী ও সিলেটের বিদায় ঘণ্টা প্রায় নিশ্চিত।

২০৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যে ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজশাহী। ১৯ রানের মধ্যে লেন্ডল সিমন্স, লুক রাইট, মুশফিকুর রহিম ও জাকিরকে হারিয়ে বসে দলটি। এরপর সামিত প্যাটেল, মুমিনুল হক চেষ্টা করেছিলেন তবে সাকিব আল হাসানের বোলিং তোপের সামনে কেউই টিকতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন সামিত প্যাটেল। এ ছাড়া মুমিনুল ১৯ ও মিরাজ ১৬ রান করেন। সাকিব আল হাসান ৮ রান খরচ করে নেন ৪ উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসানরা। ঢাকার রানের পাহাড়ে ওঠার পেছনে রাজশাহীর ফিল্ডারদের অনেক বড় অবদান আছে। চারটি ক্যাচ মিস করেছেন মুমিনুলরা। সহজ ক্যাচ হাতছাড়া, বাজে ফিল্ডিংয়ের সৌজন্যে রানের পাহাড় গড়েছে ঢাকা। প্রথমে ব্যাটিং করতে নেমে রান পাচ্ছিলেন না সুনীল নারাইন ও জো ডেনলি। মুমিনুল, কাজী অনিক ও সামিত প্যাটেল নারাইনের ক্যাচ ছাড়েন। একের পর এক জীবন পাওয়া নারাইন করেন ৩৪ বলে ৬৯। সতীর্থ ওপেনার জো ডেনলি করেন ৫৩ রান। এই দুজন ব্যাটসম্যানই ঢাকার বড় জয়ের রাস্তাটা করে রাখেন। এরপর পোলার্ডের ১৫ বলে ৩৩ ও আফ্রিদির ৭ বলে ১৪ রানে ভর করে ২০৫ রান সংগ্রহ করে ঢাকা।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেষ চারে ঢাকা ডায়নামাইটস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist