reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০১৭

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করছে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের উচ্ছ্বাস এখন এখন বন্দর নগরী চট্টগ্রামে। সিলেট ও ঢাকা পর্বের মোট ২৪টি ম্যাচ শেষে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম পর্বের খেলা।

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টাইটানসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। টানা দুই জয়ের পর আজ হ্যাটট্রিকের জন্য গেইল-ম্যাককালামদের টার্গেট ১৫৯ রান।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে রাইলি রুশোকে (১১) বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন অফস্পিনার সোহাগ গাজী। পরের ওভারে তরুণ আফিফ হোসেনের (৯) স্ট্যাম্প ভাঙেন রুবেল হোসেন। ২৪ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে খুলনা। দলীয় অর্ধশতকের আগে সাজঘরে ফেরেন উদীয়মান ওপেনার নাজমুল হোসেন শান্ত (২০)। ১৩তম ওভারে ক্যারিবীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরানের (১৬) বিদায়ে স্কোর দাঁড়ায় চার উইকেটে ৯২।

তবে ব্যাট হাতে দুর্দান্ত খেলেন মাহমুদউল্লাহ। তার ৫৯ রানের (৩৬ বল) ইনিংসে লড়াকু স্কোরের ভিত পায় খুলনা।

১৭তম ওভারে রুবেল হোসেনকে ছক্কা হাঁকাতে গিয়ে দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। নিজের শেষ ওভারটির শেষ বলে খুলনার আগের ম্যাচের নায়ক আরিফুল হককে (১৬) এলবিডব্লুর ফাঁদে ফেলেন পেসার রুবেল। কার্লোস ব্রাথওয়েটকে (১১) সাজঘরে পাঠান থিসারা পেরেরা। শেষ পর্যন্ত দলীয় স্কোর দাঁড়ায় আট উইকেটে ১৫৮।

চার ওভারে ৩৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন রুবেল হোসেন। লাসিথ মালিঙ্গার ২৩ রানে দুই উইকেট তুলে নেন। একটি করে উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী ও থিসারা পেরেরা।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
১৫৯ রান,টার্গেট,রংপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist