reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৭

ব্যাটিং বিপর্যয়ে রাজশাহী কিংস

টস হেরে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি হয়েছে দলটি। আগে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে পড়েছে তাদের ৩ উইকেট।

খুলনাকে ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই সাফল্য এনে দেন পাকিস্তানি পেসার জুনাইদ খান। মুমিনুল হককে ব্যাক্তিগত ৫ রানে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানান তিনি। দুই বল পরই ডেনিয়েল বেল্ট-ড্রুমন্ডকে (০) বোল্ড করেন জুনাইদ। পরের ওভারে জাকির হোসেনকে (০) বোল্ড করে ফেরান আবু জায়েদ।

গতবারের রানার্সআপ হলেও রাজশাহী কিংসকে এবারের আসরে সেভাবে জ্বলে উঠতে দেখা যাচ্ছে না। ৬ ম্যাচে মাত্র ২টি তে জিতেছে তারা, হার ৪টিতেই। ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে শেষ দিক থেকে দ্বিতীয় দলটি। অন্যদিকে খুলনা টাইটান্সের পারফম্যান্স অতোটা খারাপ কিছু নয়। ৬ ম্যাচে ৩টিতে জয় তাদের ২টি হার। ১ টি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তারা। এ ম্যাচে শুরুতেই নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে খুলনা। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিভাবে তা রং বদলায় সেটি হবে দেখার।

খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, রাইলি রুশো, আরিফুল হক, চ্যাডউইক ওয়াল্টন, সেকুগে প্রসন্ন, জুনায়েদ খান, আফিফ হোসেন, শফিউল ইসলাম ও আবু জায়েদ।

রাজশাহী কিংস : ড্যারেন স্যামি (অধিনায়ক), মুমিনুল হক, জাকির হাসান, মুশফিকুর রহীম, জেমস ফ্র্যাঙ্কলিন, মেহেদী হাসান মিরাজ, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, মোহাম্মদ সামি, ডোয়াইন স্মিথ ও ডেনিয়েল বেল্ট-ড্রুমন্ড।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী কিংস,বিপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist