reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৭

টি-টোয়েন্টিতে পোলার্ডের ৫০০ ছক্কা

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে ৫শ ছক্কার মালিক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাট হাতে ৩টি ছক্কা হাকিয়ে ক্যারিয়ারে ৫শ ছক্কার হাকানোর মাইলফলক স্পর্শ করেন বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের পোলার্ড।

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫শ ছক্কার মালিক আগেই হয়েছেন এই ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজেরই ক্রিস গেইল। বর্তমানে ৭৭২টি ছক্কার মালিক তিনি। ৩০৯ ম্যাচে ১৮টি সেঞ্চুরিতে ১০৫৭১ রানেরও মালিক গেইল। যা টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে রান।

রাজশাহীর বিপক্ষে খেলতে নামার আগে পোলার্ডের পরিসংখ্যান ছিলো ৩৯১ ম্যাচে ৪৯৭টি ছক্কা। ৫শ ছক্কার মালিক হতে ৩টি ওভার বাউন্ডারি প্রয়োজন ছিলো পোলার্ডের। ঢাকার ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে রাজশাহীর সামিত প্যাটেল, ১৯তম ওভারের শেষ বলে ফরহাদ রেজা এবং শেষ ওভারের দ্বিতীয় বলে হোসেন আলীর বলে ছক্কা হাকান পোলার্ড। তাতেই ৫শ ছক্কা পূর্ণ হয় পোলার্ডের। এ ম্যাচে ২৪ বলে হাফ সেঞ্চুরির পর ২৫ বল মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন পোলার্ড।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টি-টোয়েন্টি,কায়রন পোলার্ড,ছক্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist