reporterঅনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর, ২০১৭

দ. আফ্রিকা সফর সতর্ক সঙ্কেত : মাশরাফি

দক্ষিণ আফ্রিকার মাটিতে একের পর এক বড় হার, হতাশ করেছে সবাইকে। তবে হতাশ হলেও দমে যাচ্ছেন না ওয়ানডে দলনেতা মাশরাফি বিন মুর্তজা। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নির্ভুল হতে চান তিনি।

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে বোলিং করেছি, এখানে আরেকটু আক্রমণাত্মক করলে ভালো হত। তবে আমি মনে করি, আমার নিজের জন্য এটা খুব ভালো হয়েছে। এরপর অবশ্যই প্রস্তুতি নিতে সুবিধা হবে।’

কেন হারছে বাংলাদেশ, কারণ খুঁজতে বললেন মাশরাফি। ‘এটা আমাদের জন্য ভালো হল, শেখার একটা ব্যাপার হল। আমরা বোলাররা দায়িত্ব নিতে পারিনি। অবশ্যই ব্যাটসম্যানরাও দায়িত্ব নিতে পারিনি। আমার মনে হয়, আমাদের সব খেলোয়াড়েরই বের করা উচিত আমরা কোন কারণে পারছি না। সেটা বের করতে পারলে আমার মনে হয়, সেদিকে জোর দেয়া দরকার।

‘শেষ যে কয়দিন আছে, অসাধারণ অনুশীলন করেও এখান থেকে বের হয়ে আসা সম্ভব নয়। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। সামনে এই ধরনের কন্ডিশনে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে।’অভিমত ম্যাশের।

বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপদ সঙ্কেত দেখছেন ম্যাশ। ‘ওদের সঙ্গে মূল্যায়ন করলে আমরা সব জায়গায় পিছিয়ে ছিলাম। এখানে আমরা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচ হেরেছি। আমার মনে হয়, এই সময়টা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই বিপৎসংকেত। আমরা যারা খেলোয়াড় আছি তাদের এদিকে নজর দিতে হবে। নয়তো সামনের সিরিজ বা টুর্নামেন্টগুলো খুব কঠিন হবে।’

দেশের বাইরের কন্ডিশনে দ্রুত উন্নতি করতে হবে মনে করছেন ম্যাশ। ‘শুধু শেষ ম্যাচই না, আগের দুই ম্যাচেও নিজেদের খেলা নিয়ে আমরা নিজেরাই হতাশ। যা হয়েছে তা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই হয়ে আসছে। আমাদের দ্রুত উন্নতি করতে হবে। এই কন্ডিশনে এসে খেলা আমাদের দ্রুত শিখতে হবে। নইলে দেশের বাইরে যে টুর্নামেন্ট আছে বা দ্বি-পাক্ষিক সিরিজ আছে সেগুলো আসলে কঠিন হয়ে যাবে।’

টেস্ট, ওয়ানডেতে জয় না পেলেও টি-টোয়েন্টিতে সাকিব বাহিনীর ওপর আস্থা মাশরাফির। ‘আমার মনে হয়, সেরা ব্যক্তিই আছে এখানে—সাকিব। নতুন সিরিজ শুরু হবে আবার। টেস্ট, ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে যদি নতুন সিরিজে যদি আমরা শুরু থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো করব।’

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাশরাফি,বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist