reporterঅনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর, ২০১৭

একাদশে সৌম্য-মিরাজ

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশ সময় দুপুর দুটায় শুরু হয়েছে ম্যাচটি। ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া নাসির হোসেনের জায়গায় দলে ফিরেছেন ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকা দলেও আছে কয়েকটি পরিবর্তন। ওপেনার হাশিম আমলার জায়গায় এসেছেন আইডেন মারকরাম। তার এবং অলরাউন্ডার উইলিয়াম মুলডারের ওয়ানডে অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। অলরাউন্ডার ফারহান বেহার্ডিনও ফিরেছেন দলে।

প্রথম দুটি ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি হারলে টেস্টের পর ওয়ানডে সিরিজেও প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ইনজুরির পর 'মড়ার উপর খাড়ার ঘা' হয়ে এসেছে তামিম ইকবালের চোট। তার খেলতে না পারা বড় ধাক্কা বাংলাদেশের জন্য।

অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ বরাবরই মাইলফলকের ম্যাচগুলো ভাল খেলে। মাশরাফির এই অর্জনে উদ্বুদ্ধ হয়ে মাঠে ভাল খেলতে পারলে টাইগাররা তাদের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পাবে।

বাংলাদেশ দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল : ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), আইডেন মারকরাম, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা, ফারহান বেহার্ডিন, উইলিয়াম মুলডার, ইমরান তাহির, ড্যান প্যাটারসন, আন্ডিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist