reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৭

টাইগারদের হারের ৩ কারণ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে পরাজিত হয় বাংলাদেশ। প্রোটিয়াদের পক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। বলা যায়, বাংলাদেশের সব পরিকল্পনা একই ডুবিয়ে দেন এবি ডি। ম্যাচ শেষে হারের তিন কারণ জানালেন মাশরাফি বিন মুর্তজা।

গ্রুপ হিসেবে খেলা যায়নি : আমার মনে হয়, আমরা গ্রুপ হিসেবে ভালো খেলতে পারছি না। হঠাৎ করে কেউ কেউ এগিয়ে আসছে। কিন্তু গ্রুপ হিসেবে ভালো খেলাটা এখনও হয়ে উঠছে না।

অনুশীলনের অভাব : ভালো না করার একটা কারণ হতে পারে অনুশীলনের অভাব। কিন্তু সিরিজের মাঝখানে অনেক অনুশীলন করলেও খুব একটা উপকার নেই। এই ধরনের কন্ডিশনে ভালো করার জন্য প্রচুর অনুশীলন করতে হবে। যখন অফ সিজন থাকে বা বিরতি থাকে তখন সুনির্দিষ্ট ব্যাপারগুলো নিয়ে কাজ না করলে এই ধরনের কন্ডিশনে এসে এমন সংগ্রাম করতে হবে।

ভিলিয়ার্সে কাত বাংলাদেশ : ও যদি একশ করার পরপরই আউট হয়ে যেত, এটা অন্যরকম ম্যাচ হতে পারতো। ওর পরের ৭৬ রান অনেক পার্থক্য গড়ে দিয়েছে। আজ সে তার ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেছে। সে যখন এমন খুনে মেজাজে থাকে তখন আপনাকে শতভাগ সঠিক হতে হবে। নতুবা সে আপনাকে শাসন করবে। ও আমাদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা,মাশরাফি,ওয়ানডে সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist