reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

জাতীয় লিগ

বিজয়ের ডাবল সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরির মঞ্চ আগের দিনই তৈরি করে রেখেছিলেন এনামুল হক বিজয়। বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিন অসমাপ্ত থাকা কাজ শেষ করলেন ম্যাচের শেষ দিনে। প্রথম শ্রেণিতে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন একসময়ের বাংলাদেশ দলের নিয়মিত মুখ।

১৭২ রানে অপরাজিত থেকে দিন শুরু করেছিলেন। বেলা গড়াতেই ৩৩০ বলে ১৭ চার আর দুই ছক্কায় ডাবল সেঞ্চুরির ম্যাজিক ফিগারে পৌঁছান বিজয়। সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিজয়ের ডাবল সেঞ্চুরিতে রংপুরকে শক্ত জবাব দিয়ে চলেছে স্বাগতিক খুলনা।

নিষ্প্রাণ ড্রর দিকে এগিয়ে যাওয়া ম্যাচে জাতীয় দলের বাইরে থাকা তারকাদের মুন্সিয়ানাতেই উজ্জ্বল হয়ে রইল। রংপুরের হয়ে সেঞ্চুরি করেছিলেন নাঈম ইসলাম, ধীমান ঘোষ। খুলনার হয়ে বড় ইনিংস খেললেন এনামুল হক বিজয়।

প্রথম শ্রেণিতে এরআগে ১২টি সেঞ্চুরি ছিলো বিজয়ের। কিন্তু কাছে গেয়েও পাওয়া হচ্ছিলো না ডাবল সেঞ্চুরি। ২০১১-১২ মৌসুমে ঢাকা মেট্রোর বিপক্ষে করেছিলেন ১৯৩। এরপর আর অতো বড় স্কোরে যাওয়া হচ্ছিলো না বিজয়ের। অবশেষে মিটল তার আক্ষেপ।

বাংলাদেশের জার্সি গায়ে ৩০টি ওয়ানডে খেলা খুলনার এই ব্যাটসম্যান টেস্ট খেলেছেন চারটি। ওই চার টেস্টে মোটে ৭৩ রান করায় আর ডাক পাননি দলে। তবে দীর্ঘ পরিসরের ক্রিকেটে দৃঢ়তা দেখিয়ে ফের জানিয়ে রাখলেন প্রতিশ্রুতি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডাবল সেঞ্চুরি,এনামুল হক বিজয়,শেখ আবু নাসের স্টেডিয়াম,জাতীয় লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist