reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

ধোনি ম্যাজিক : অজিদের ২৮২ রানের টার্গেট দিল ভারত

শ্রীলঙ্কা সিরিজের দুরন্ত সাফল্যের পরে অজিদের সঙ্গে সিরিজ। আর সেখানে শুরুতেই বিপদে পড়ে গেল ভারত। টসে জিতে কোহলি ব্যাট নিয়েছিলেন। ১১ রানের মধ্যেই চলে গেল তিন-তিনটে উইকেট! অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, মণীশ পান্ডে। শেষ দু’জন করলেন শূন্য। খানিক লড়াই করে আউট হলেন রোহিত শর্মাও (২৮)। ৬৪ রানে ৪ উইকেট চলে যাওয়ার পরে উইকেটে এলেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনি। চিপক তার পয়া মাঠ। আজও ফেরাল না। ব্যাট হাতে অর্ধশতরান শুধু নয়। কেদার যাদব (৪০) আউট হওয়ার পরে হার্দিক পাণ্ড্যকে সঙ্গে নিয়ে চালালেন তুমুল লড়াই।

১১৮ রানের মূল্যবান পার্টনারশিপে ভারত ফিরল লড়াইয়ে। ৬৬ বলে দুর্দান্ত ৮৩ করলেন পাণ্ড্য। দেখালেন মারকুটে ব্যাটিং কাকে বলে। উল্টোদিকে ঠান্ডা মাথায় নিজের খেলা খেলে গেলেন ধোনি। তার পর ফাইনাল ওভারগুলিতে দেখালেন কেন তিনি ধোনি। মারলেন জোড়া ছক্কাও। শেষমেশ করলেন ৮৮ বলে ৭৯। আউট হলেন শেষ ওভারের চতুর্থ বলে।

৫০ ওভারে ভারতের সংগ্রহ ২৮১/ ৭। প্রাথমিক বিপর্যয় সামলে পৌঁছনো গেছে ৩০০-এর কাছাকাছি ভদ্রস্থ স্কোরে। এ বার বল হাতে ভেল্কি দেখিয়ে অজিদের থামাতে মরিয়া হয়ে মাঠে নামবে কোহলি বাহিনী।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধোনি,ম্যাজিক,অজি,টার্গেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist