reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক পুরুষ ফুটবলে প্রথমবার নারী রেফারি

আন্তর্জাতিক পুরুষ ফুটবলে এই প্রথমবার নারী রেফারিরা ম্যাচ পরিচলানার দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর থেকে ভারতে শুরু হওয়া ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে সহকারী হিসেবে সাতজন নারী রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

এ প্রসঙ্গে ফিফার আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রথমবারের মত পুরুষদের কোন টুর্নামেন্টে ফিফা নারী রেফারিদের মনোনীত করেছে। ফলে পুরুষ সতীর্থদের পাশাপাশি নারী রেফারিরাও এখন প্রতিযোগিতায় কাজ করার জন্য নিজেদের যোগ্যতার প্রমাণ দিবেন।এদের মধ্যে কয়েকজন রেফারির জন্য এই টুর্নামেন্টটা অত্যন্ত জরুরি। কারণ এখানে নিজেদের প্রমাণ করতে পারলে তাদের সামনে সুযোগ আসবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কাজ করার।

ফিফা রেফারিং কমিটির প্রধান মাসিমো বুসাকা বলেছেন, আমরা মনে করি,সময় এসেছে পুরুষদের প্রতিযোগিতায় এলিট নারী সদস্যদের যুক্ত করার। গত বছর তারা পুরুষদের সাথে কাজ করেছে, এখন আমরা দেখতে চাই প্রতিযোগিতায় তারা পুরুষদের সাথে একসাথে কিভাবে কাজ করে। এই রেফারিরা গত কয়েক মাসে বেশ কিছু সেমিনারে বিভিন্ন ধরনের কার্যক্রমে নিজেদের যোগ্য প্রমাণ করেছেন। এর মধ্যে ক্লাসরুমে থিওরেটিকাল সেশনের পাশাপাশি মাঠে প্র্যাকটিকালেও তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে।

অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য যে সাতজন নারী রেফারিকে সহকারী হিসেবে বেছে নেয়া হয়েছে তারা হলেন- ওক রি হায়াং (কোরিয়া), গ্ল্যাডিস লেংবে (জাম্বিয়া), ক্যারোল অ্যানে চেনার্ড (কানাডা), ক্লডিয়া উমপিয়েরেজ (উরুগুয়ে), অ্যানা-মেরি কিগলে (নিউজিল্যান্ড), কাটেরাইনা মনজুল (ইউক্রেন) ও এস্তার স্তাবলি (সুইজারল্যান্ড)।

ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ আগামী ৬-২৮ অক্টোবর ভারতের গোয়া, গৌহাটি, কোচি, কলকাতা, মুম্বাই ও নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ২৮ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী রেফারি,ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ,ফিফা,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist