reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০১৭

নেইমারের অভিনব ফুটবল কসরত!

বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখন আলোচিত-সমালোচিত। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দেয়া নিয়ে ফুটবলবিশ্ব এখন তাকে নিয়ে বেশ সরব। সম্প্রতি ফুটবল স্টার নেইমার অভিনব এক ফুটবল কসরত প্রদর্শন করে দেখালেন!

সুইজারল্যান্ডের জেনেভা শহরের প্যালেস অব ন্যাশনসের সামনেই ভাঙা চেয়ারের আদলে তৈরি কাঠের একটি স্মারক ভাস্কর্য রয়েছে। ‘ব্রোকেন চেয়ার’ নামে অবহিত ৩৯ ফুট লম্বা এই ভাস্কর্য চেয়ারের উপর ওঠে নেইমার এক অভিনব ফুটবল কসরত করে দেখালেন। ভাঙা চেয়ার হওয়া সত্ত্বেও নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল না নেইমারের। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা আগেই গ্রহণ করা হয়েছিলেন আয়োজনকারী সংস্থাটি।

সুইজারল্যান্ডের জেনেভায় বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। মূলত জেনেভার দাতব্য এই প্রতিষ্ঠানের হয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বিশেষ ফুটবল কসরত দর্শকদের জন্য উপহার দিলেন। দারিদ্র, সংঘাত, দুর্যোগপীড়িত মানুষের সাহায্যার্থেই হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূত হয়েছেন নেইমার।

জেনেভায় অবস্থিত ব্রোকেন চেয়ার এ ভাস্কর্যটির ডিজাইন করেন ড্যানিয়েল বারসেট নামে এক শিল্পী। ভাস্কর্যটি নির্মাণ করেন কাঠমিস্ত্রি লুইস জেনেভ। ৩৯ ফুট লম্বা এ ভাস্কর্যটি নির্মাণে সাড়ে পাঁচ টন কাঠ ব্যবহার করা হয়েছিল। বিশ্বব্যাপী সংঘাত, দুর্যোগপীড়িত মানুষের জন্য ফান্ড সংগ্রহে নেইমার এই ধরনের কসরত করে দেখালেন বিশ্ববাসীর জন্য।

পিডিএসও/তাজ/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেইমার,পিএসজি,ব্রোকেন চেয়ার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist