reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুলাই, ২০১৭

ভারতের বিপক্ষে ফলোঅনের মুখে শ্রীলঙ্কা

গল টেস্টের দ্বিতীয় দিন শেষে বেজ নাজুক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের করা রান পাহাড়ের জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যাকফুটে চলে গেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার দিন শেষে ৫ উইকেট হাতে রেখে এখনো ভারতের চেয়ে ৪৪৬ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ফলো অন এড়াতে এখনো ২৪৭ রান করতে হবে রঙ্গনা হেরাথের দলকে।

বৃহস্পতিবার ৩ উইকেটে ৩৯৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত অলআউট হওয়ার আগে ঠিক ৬০০ রানের পাহাড় গড়ে। জবাবে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ১৫৪ রান করতেই ৫ উইকেট হারিযে বসেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৪ এবং নাইটওয়াচম্যান দিলরুয়ান পেরেরা ৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন। রানআউট হওয়ার আগে উপুল থারাঙ্গা করেছেন ৬৪ রান। দিমুথ করুনারত্নে (২), দানুসকা গুনাথিলাকা (১৬), কুশল মেন্ডিস (০) এবং নিরোশান দিকভেলা (৮) চরম ব্যর্থ হয়ে সাজঘরে ফেরায় ফলো অন চোখ রাঙানি দিচ্ছে শ্রীলঙ্কাকে।

ভারতের হয়ে এখন পর্যন্ত মোহাম্মদ শামি সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।

দলীয় ৭ রানের মাথায় উমেশ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে করুনারত্নে বিদায় নেয়ার পর দ্বিতীয় উইকেটে থারাঙ্গা ও গুনাথিলাকার জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে শ্রীলঙ্কা।

তবে মোহাম্মদ শামির করা ১৫তম ওভারে গুনাথিলাকা ও কুশল ফিরে গেলে বেশ চাপের মুখে পড়ে যায় লঙ্কানরা। থারাঙ্গা ও ম্যাথুজ মিলে সেই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তবে দলীয় ১২৫ রানের মাথায় থারাঙ্গা রানআউট হয়ে ফিরে গেলে বেশ বেকায়দায় পড়ে যায় শ্রীলঙ্কা।

এরপর দলীয় ১৪৩ রানের মাথায় অশ্বিনেন বলে দিকভেলা ফিরে গেলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। দিনের বাকি সময়টুকু ম্যাথুজ ও দিলরুয়ান নির্বিঘ্নে কাটিয়ে দিলেও ফলো অন এড়াতে হলেও এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে শ্রীলঙ্কা।

এর আগে আগের দিনের ৩ উইকেটে ৩৯৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরু থেকেই চেপে ধরে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে একসময় ৫১২ রানে ৮ উইকেট হারিয়ে বসে ভারত। তবে শেষ দুই জুটিতে ৭১ বলে ৮৩ রান তোলে লঙ্কানদের ঠিকই রান পাহাড়ের নিচে চাপা দেয় কোহলির দল।

প্রথম দিন ১৬৮ বলে ১৯০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন শিখর ধাওয়ান। পূজারা আউট হন ১৫১ রান করেন। অভিষিক্ত পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৪৯ বলে ৫০ রান। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ৪৭ এবং শামি করেন ৩০ রান।

শ্রীলঙ্কার সফলতম বোলার নুয়ান প্রদীপ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পাওয়া এই লঙ্কান পেসার নেন ৬ উইকেট। এছাড়া লাহিরু কুমারা তিনটি এবং রঙ্গনা হেরাথ নেন একটি উইকেট।

প্রসঙ্গত, গল টেস্টের পর আরো দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা ও ভারত। টেস্ট সিরিজের পর দল দুটি পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,ফলোঅন,শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist