reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৭

অ্যান্ডারসনের বোলিং তোপে ৩৩৫ রানে অলআউট প্রোটিয়ারা

ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিন নিয়েছিলেন মাত্র এক উইকেট। দ্বিতীয় দিনের প্রথম সেশনে তার বোলিং ফিগার ৩.২-২-৪-৪। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের ওপর দিয়ে ছোট্ট একটা সুনামি বইয়ে দিয়েছেন জেমস অ্যান্ডাসরন। তার বোলিং তোপে পড়ে বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়ারা। অ্যান্ডারসনের দাপটের দিনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৩৩৫ রানেই।

শনিবার ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। অ্যান্ডারসনের তোপে পড়ে ২৬ রানে শেষ ৪টি উইকেট হারিয়ে গুটিয়ে যায় সফরকারীরা। দিনের শেষ চারটি উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারে ২২তম বারের মতো ৫ উইকেটের দেখা পেলেন জিমি।

আগের দিন হাশিম আমলা ৭৮ এবং কুইন্টন ডি কক ৬ রানের ইনিংস খেলে দলকে দারুণ ভিত এনে দেন। শেষ দিকে ভারনন ফিল্যান্ডার ৫৪ এবং ক্রিস মরিস ৩৬ রানের ইনিংস খেললে সম্মানজনক সংগ্রহ পায় প্রোটিয়ারা। এর আগে হিনো কুন খেলেন ৩৪ রানের কার্যকরী ইনিংস।

ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ৭২ রানে ৫ উইকেট নেন। এছাড়া ব্রড তিনটি এবং বেন স্টোকস নেন দুটি উইকেট।

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় জয় পায় ইংল্যান্ড। লর্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২১১ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে ব্যাট করছে ইংল্যান্ড।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যান্ডারসন,বোলিং,তোপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist