reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০১৭

আবার ৭-এ নেমে গেল বাংলাদেশ

পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে আবার আইসিসি র‌্যাংকিংয়ে ৭ নাম্বারে নেমে গেল বাংলাদেশ। গতকাল ভারতকে কাঁদিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে পাকিস্তানের। ৬ এ উঠে এসেছে পাক শিবির। পাকিস্তানের উন্নতিতে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে মাশরাফি বিন মুর্তজার টিম বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেও প্রথমবার আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে।

৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ দলের টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে একমাত্র জয়টি পায় মাশরাফির দল। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হারের পরও ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই ছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে ভারতকে হারিয়ে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে পাকিস্তান। অর্থাত বাংলাদেশ এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আছে সপ্তম স্থানে। ৯৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। এছাড়া ৭৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ফাইনালে হেরে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ভারত এখন তিন নম্বরে। ভারতের রেটিং পয়েন্ট ১১৬। দক্ষিণ আফ্রিকা ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে। ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে অস্টেলিয়া আছে দুই নম্বরে। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চার নম্বরে। ১১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নিউজিল্যান্ড।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,৭-এ নেমে গেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist