reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০১৭

জয়ে শুরু পাকিস্তানের

অধিনায়ক মিসবাহ-উল-হক ও ব্যাটসম্যান ইউনিস খানের বিদায়ী টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করলো পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো সফরকারী দলটি।

স্বাগতিকদের দেয়া ৩২ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় মিসবাহ বাহিনী। কিংস্টনের স্যাবাইনা পার্কে চতুর্থ দিনে ৪ উইকেটে ৯৩ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের বোলিং তোপে ১৫২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

সর্বোচ্চ ৪৯ রান করেন কাইরন পাওয়েল। ৬ উইকেট দখল করেন ইয়াসির শাহ। জয়ের জন্য পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ৩২ রানের। যা তুলে নিতে আহমেদ শেহজাদ, আজহার আলী ও ইউনুস খানকে হারায় পাকিস্তান।

ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা হয়েছেন ইয়াসির শাহ। এ মাচেই ইউনিস খান প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৮৬ ও ১৫২

পাকিস্তান: ৪০৭ ও ৩৬/৩

ফলাফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : ইয়াসির শাহ

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist