reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০১৭

২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে ভারত সফর শেষ করে তারা দেশে ফিরেছে গত ১৪ ফেব্রুয়ারি। মাঝে ১২ দিন বিরতি দিয়ে আরেকটি সফরের উদ্দেশে রওনা হতে হবে তাদেরকে। এই সফরে তারা শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শ্রীলঙ্কা সফরের জন্য ২০-২১ ফেব্রুয়ারির দিকে ১৫ সদস্যের দল ঘোষণার কথা রয়েছে। সঙ্গে ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যোগ হতে পারেন আরও দুজন। জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে।

এদিকে ঘরোয়া ক্রিকেটেও চলছে ৪ দিনের আসর বিসিএল। ভারত ফেরত ক্রিকেটারদের কেউ কেউ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু বিসিএলের পরের রাউন্ডে খেলবেন। অন্যরা তো আগে থেকেই খেলছেন। খেলোয়াড়রা দীর্ঘ পরিসরের ক্রিকেটের মধ্যে থাকার কারণেই টিম ম্যানেজমেন্ট চেয়েছিল শ্রীলঙ্কায়ও সফরটা শুরু হোক টেস্ট দিয়ে। সফর নিশ্চিত হয়ে যাওয়ার পরও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা হচ্ছে না এ নিয়ে দেনদরবারের কারণেই।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের দাবি মেনে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টেস্ট দিয়েই শুরু হবে সিরিজ। ৭ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু ১৫ মার্চ থেকে। টেস্ট সিরিজের আগে আগামী ২ ও ৩ মার্চ একটি ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের আনুষ্ঠানিক সূচি আজকালের মধ্যেই ঘোষণা হওয়ার কথা। তারও আগে টেস্ট সিরিজ দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করার পর ভারতে বাংলাদেশ খেলে এসেছে একটি টেস্ট।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ক্রিকেট দল,২৭ ফেব্রুয়ারি,শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist