reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০১৭

হাশিম আমলার শততম টেস্ট

২২ গজে একের পর এক সেঞ্চুরি হাঁকানো হাশিম আমলা এবার টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরি হাঁকাতে চলছেন। দক্ষিণ আফ্রিকার অষ্টম ও বিশ্বের ৬৫তম খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন তিনি।

জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এই বিশেষ মাইলফলক স্পর্শ করবেন আমলা।

২০০৪ সালে কলকাতায় ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম টেস্ট খেলতে নামেন আমলা। এরপর দেশের হয়ে গেল ১২ বছরে ৯৯টি টেস্ট খেলেছেন তিনি। এখন পর্যন্ত ৯৯ টেস্টের ১৬৮ ইনিংসে ৭৬৬৫ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার হয়ে এরআগে ১০০ বা তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন ৭ জন খেলোয়াড়। এরা হলেন জ্যাক ক্যালিস, মার্ক বাউচার, গ্রায়েম স্মিথ, শন পোলক, এবি ডি ভিলিয়ার্স, গ্যারি কারর্স্টেন ও মাখায়া এনটিনি।

জোহানেসবার্গের নিউ ওয়ান্ডার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে ম্যাচটি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাশিম আমলা,শততম টেস্ট,দক্ষিণ আফ্রিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist