reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জুলাই, ২০২০

সুপার লিগে দারুণ শুরু ইংল্যান্ডের

ডেভিড উইলির ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর স্যাম বিলিংসের ব্যাটিং। দুইয়ে মিলে আয়ারল্যান্ডকে সহজে হারিয়ে ওয়ানডে সুপার লিগে দারুণ সূচনা হলো ইংল্যান্ডের। বৃহস্পতিবার সাউদ্যাম্পটনে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতল ওয়েন মরগানের দল।

করোনাভাইরাসের বিরতি শেষে এটিই প্রথম ওয়ানডে। আর এই ম্যাচ দিয়েই শুরু হয়েছে ১৩ দলের ওয়ানডে সুপার লিগ।

শুরুতে নেমে ৪৪.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। উইলির বোলিং ফিগার এরকম ৮.৪-২-৩০-৫! এটিই তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা সাফল্য। মূলত তার বোলিং তোপেই সর্বনাশ হয়ে যায় আইরিশদের।

জবাবে নেমে ২৭.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড। ৫৪ বলে ৬৭ রান করে জয়ের পথ করে দিয়েছেন বিলিংস। এরপর ৪০ বলে ৩৬ রান নিয়ে মরগান জয় নিশ্চিত করেন। সুপার লিগে শুরুটা মনে রাখার মতোই হলো ইংলিশদের।

শনিবার সাউদ্যাম্পটনেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়বে ইংল্যান্ড-আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড: ৪৪.৪ ওভারে ১৭২/১০ (স্টার্লিং ২, ডেলানি ২২, বালবার্নি ৩, টেক্টর ০, ও’ব্রায়েন ২২, টাকার ০, ক্যাম্পার ৫৯*, সিমি ০, ম্যাকব্রাইন ৪০, ম্যাককার্থি ৩, ইয়ং ১১; উইলি ৫/৩০, মাহমুদ ২/২৬, রশিদ ১/২৬ ও কারান ১/৩৭)।

ইংল্যান্ড: ২৭.৫ ওভারে ১৭৪/৪ (রয় ২৪, বেয়ারস্টো ২, ভিঞ্চ ২৫, ব্যান্টন ১১, বিলিংস ৬৭*, মরগান ৩৬*; ইয়ং ২/৫৬, ম্যাকব্রাইন ১/৪৭ ও ক্যাম্পার ১/২৬)।

ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইংল্যান্ড,সুপার লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close