reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০২০

কার ভাগ্যে মুশফিকের অর্ধকোটি টাকা দামের ব্যাট

করোনাভাইরাস সংকটে মানুষদের আর্থিক সহায়তার জন্য দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

গত শনিবার রাতে ব্যাটটি নিলামে তোলা হয়। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে এই নিলাম। যাচাই-বাছাই শেষে শুক্রবার রাতে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

ব্যাটটি নিলামে তোলা ‘স্পোর্টস ফর লাইভে’র ফেইসবুক পেজ থেকে বৃহস্পতিবার রাতে এক পোস্টে এ তথ্য জানানো হয়। একই পোস্ট নিজের ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে শেয়ার করে বিষয়টি জানিয়েছেন মুশফিকুর রহিম।

পোস্টে বলা হয়েছে, দীর্ঘ অপেক্ষার নিলাম কার্যক্রম শেষ হলো এইমাত্র। যাচাই-বাছাই শেষে ১৫ই মে শুক্রবার রাত সাড়ে নয়টায় (৯:৩০) এক লাইভ অনুষ্ঠানে ‘স্পোর্টস ফর লাইফ’-এর নিলামের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উক্ত লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার মুশফিকুর রহিম।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে এই ‘এসএস’ ব্যাট দিয়ে ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশের পক্ষে টেস্টে যা প্রথম ডাবল সেঞ্চুরি। সম্প্রতি নিলামে উঠেছিল সাকিব আল হাসানের ব্যাটও। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়। আর এই ব্যাট দিয়ে গত বিশ্বকাপ খেলেছিলেন সাকিব আল হাসান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিলাম,মুশফিকুর রহিম,নিলামে ব্যাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close