reporterঅনলাইন ডেস্ক
  ১১ মে, ২০২০

মাঠে থুতু ফেললেই এখন হলুদ কার্ড

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই সব ধরনের ফুটবল স্থগিত রয়েছে। তবে সম্প্রতি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফের খেলা শুরুর চেষ্টায় নেমেছে বিভিন্ন লিগ কর্তৃপক্ষ। ফুটবলের বেশ কিছু নিয়মেরও পরিবর্তন এসেছে এরই মধ্যে।

বাড়তি সতর্কতার জন্য আরো কিছু পরিবর্তন আনছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। দেশটির সর্বোচ্চ স্তরের ফুটবল প্রতিযোগিতায় মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড দেখতে হবে খেলোয়াড়দের।

বন্ধ দরজায় দর্শকশূন্য স্টেডিয়ামে আগামী জুনের মাঝামাঝি সময়ে লিগ শুরুর চিন্তা করেছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবগুলো। চলতি সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফুটবলাররাও একত্রিত হয়ে যোগ দিচ্ছে অনুশীলনে। তবে লিগ আবার শুরু হলে পরিবর্তন হবে অনেক নিয়ম-কানুনের।

পরশুই চলতি মৌসুমের জন্য বদলি খেলোয়াড়ের নিয়ম পাল্টেছে ফিফা। ম্যাচের নির্ধারিত সময়ে সর্বোচ্চ ৫ জন ফুটবলার পরিবর্তন করা যাবে। ইতোমধ্যে এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।

তবে ফুটবলাররা মাঠে থুতু ফেললে রয়েছে কঠিন শাস্তি। সেক্ষেত্রে হলুদ কার্ড দেখাবেন রেফারি। প্রতি ম্যাচে সকল দলের স্কোয়াড সর্বোচ্চ ২৩ সদস্য বিশিষ্ট হবে। আর দ্বিতীয় বিভাগের ফুটবল লিগে এবং নারী ফুটবল লিগের ম্যাচের স্কোয়াড সর্বোচ্চ ২০ সদস্য বিশিষ্ট হবে।

বর্তমানে যেসব প্রতিযোগিতায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেটা আপাতত বন্ধ রাখার সুযোগ দিয়েছে ফিফা। লা লিগায় অবশ্য থাকছে এ পদ্ধতি। তবে কিছুটা পরিবর্তন আনার আভাস দিয়েছে তারা। প্রতিটি ক্লাবকে তাদের অনুশীলন চলার সময়ের ছবি ও ভিডিও প্রদান করতে হবে লা লিগা কর্তৃপক্ষকে। গুজব ছড়ানো থেকে রক্ষার জন্য ক্লাবের কোনো ধরনের মেডিকেল বিষয়ক তথ্য গণমাধ্যমে প্রকাশ করা যাবে না।

এছাড়া স্টেডিয়ামে প্রবেশের সময় সবার শরীরে তাপমাত্রা পরীক্ষা করতে হবে। শুধু ফুটবলাররা হোটেল ব্যবহার করবে এবং ভ্রমণের সময় বিশেষ ফ্লাইট ব্যবহার করা হবে। তাদের ভ্রমণের জন্য দুটি বাস থাকবে। খেলা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে ফুটবলারদের পরীক্ষা করা হবে। খেলার প্রথমার্ধ শেষে ফুটবলারদের অবশ্যই জার্সি পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ার্ধে মাঠে নামতে হবে নতুন জার্সি পরে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্প্যানিশ লা লিগা,লা লিগা চ্যাম্পিয়ন,ফুটবল,হলুদ কার্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close