ক্রীড়া প্রতিবেদক

  ২৯ এপ্রিল, ২০২০

তামিমের সৌজন্যে ৯১ ক্রীড়াবিদের মুখে হাসি

করোনাভাইরাস ছোবল মারতেই এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন তামিম ইকবাল। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে গড়েছেন ৩০ লাখ টাকার যৌথ তহবিল। দান করেছেন নিজের এক মাসের বেতনের অর্ধেক- ৩ লাখ ২৫ হাজার টাকা। পরে ‘ফুটস্টেপস’ নামের দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সরবরাহ করেছেন খাদ্য সামগ্রী।

এখানেই শেষ নয়। প্রাণঘাতী অদৃশ্য শত্রু কোভিড-১৯ মোকাবেলায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনের কমিটিতেও নিজেকে রেখেছেন তামিম। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জুনিয়র অ্যাথলেটিক্সের দ্রুততম মানব সামিউল ইসলামের পরিবারকে।

নারায়ণগঞ্জের ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর মাধ্যমে অভাবী মানুষের মুখে ফুটিয়েছেন হাসি।

‘একজন বাংলাদেশ’ স্লোগান নিয়ে সিএনজি করে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর উপহার পৌঁছে দেওয়া নাফিসা আনজুম খানের মাধ্যমেও দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক।

তামিম এবার আর্থিক সহায়তা করলেন মহাবিপদের দিনে কষ্টে থাকা দেশের বিভিন্ন ক্রীড়াবিদকে। দেশসেরা ওপেনারের এ মানবিক ও মহতি কাজের দেখভাল করা সাবেক ক্রিকেটার ও কোচ হুমায়ুন কবির শাহিন জানান, সব মিলিয়ে ৯১ জন ক্রীড়াবিদের তামিমের সহায়তা পেয়েছেন।

শুধু ক্রিকেটাররাই সহায়তা পাননি। খোঁজখবর নিয়ে আর্থিক কষ্টে থাকা ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, অ্যাথলেটিকস, হকিসহ প্রায় সব খেলার ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছেন মহানুভব তামিম।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তামিম ইকবাল,করোনা,ক্রীড়াবিদ,সহায়তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close