reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০২০

এবার উইজডেন বর্ষসেরা হলেন যারা

ক্রিকেটের বাইবেলখ্যাত 'উইজডেন অ্যালমানাক'র এবারের সংস্করণে শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। যার ফলে ঘুচল প্রায় ১৫ বছরের অপেক্ষা।

ইংল্যান্ডের পক্ষে সবশেষে ২০০৫ সালে উইজডেনের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সাবেক পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

স্টোকস ছাড়া উইজডেনের এবারের সংস্করণে সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার, দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিনস, মার্নাস লাবুশেন ও নারী দলের অলরাউন্ডার এলিস পেরি। অর্থাৎ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ারই জয়জয়কার।

পুরুষদের ক্রিকেটে যেমন শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টোকস, তেমনি নারী ক্রিকেটে এই সম্মান পেয়েছেন অস্ট্রেলিয়া এলিস পেরি।

এর আগে ২০১৬ সালেও শীর্ষ নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া এবারের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল।

প্রায় ১৩০ বছর আগে ১৮৮৯ সাল থেকে প্রচলিত উইজডেনের এবারের সংস্করণের প্রচ্ছদে রাখা হয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেন প্রতীকি ছবিটিকে। যেখানে সুপার ওভারের শেষ বলে মার্টিন গাপটিলকে রানআউট করার পথে ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার স্টাম্প ভাঙছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইজডেন,বর্ষসেরা,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close