reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মার্চ, ২০২০

আফ্রিদিকে নিয়ে হরভজনের যে টুইট ভাইরাল

ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং সোশ্যাল অ্যাক্টিভিস্টদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার প্রায় প্রতিটি পোস্টই ভাইরাল হয়ে যায়। করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।

বিশ্বের বহুদেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিবেশী পাকিস্তানেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশটির সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেখা গেছে জনতার মাঝে দাঁড়িয়ে মাস্ক ও সাবান বিতরণ করতে। তার এমন মহতী উদ্যোগের প্রশংসা করেছেন হরভজন।

সাবেক পাক তারকা ক্রিকেটারের মাস্ক-সাবান বিতরণের ছবি শেয়ার করে ভাজ্জি লেখেন—‘মানবতার জন্য মহান কাজে আফ্রিদি। সৃষ্টিকর্তা আমাদের সবার প্রতি কৃপা করুন। আপনি আরও শক্তি পান। বিশ্ববাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করছি।’ হরভজনের এই টুইট ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

এদিকে আফ্রিদি একটি কোলাজ ছবি টুইট করে ক্যাপশনে লেখেন—‘অভাবীদের সেবার জন্য তিন দিন: দয়া করে ঘরে থাকুন। জীবাণু থেকে বাঁচার জন্য লোকদের সাবান, মাস্ক ও খাবার দিলাম। চলুন একসঙ্গে মিলে এটিকে ধ্বংস, নির্মুল করি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হরভজন সিং,ভাইরাল,আফ্রিদি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close