reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২০

করোনা প্রতিরোধে বেতনের অর্ধেক অনুদান ক্রিকেটারদের

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে বিশ্ব। থমকে আছে ক্রীড়াঙ্গন। করোনার কারণে বাংলাদেশেও সব ধরণের খেলা বন্ধ। তবে শুধু খেলা বন্ধ বা অন্যান্য কার্যক্রম বন্ধ করলেই হবে না, মোকাবেলা করতে হবে করোনার প্রাদুর্ভাব।

দেশে ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় তাই অর্থ অনুদান দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পাশে দাঁড়াচ্ছেন সরকারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চু্ক্তিতে থাকা ২৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক অনুদান দেবেন বলে জানিয়েছেন।

ওই ২৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক অর্থ অনুদান হিসেবে দিলে আসে ৩১ লাখ টাকা। তার মধ্যে কর বাদ (ক্রিকেটারদের বেতনের কর হিসেবে) দিলে থাকে ২৬ লাখ টাকা। এই অর্থ করোনার প্রাদুর্ভাব মোকাবেলার জন্য গঠিত ফান্ডে দেওয়া হবে। অর্থটি বিসিবির মাধ্যমে দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া বিসিবির চুক্তির বাইরে থাকা ক্রিকেটার এবং বিসিবির চুক্তিতে থাকা ক্রিকেটাররা বেতনের অনুদানের বাইরে ব্যক্তিগতভাবে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় অর্থ অনুদান দেবেন এবং বিভিন্নভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবেন বলেও জানা গেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিসিবি,অনুদান,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close