reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০২০

করোনায় স্থগিত বাংলাদেশের পাকিস্তান সফর

করোনাভাইরাসের কারণে এবার স্থগিত হয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। আগের দুই দফায় পাকিস্তান থেকে টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা।

এবার তৃতীয় ধাপে এক ওয়ানডে ও এক টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিল মুমিনুল-তামিমদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই সফর আপাতত হবে না।

এ খবর নিশ্চিত করে সোমবার দুপুরে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে পিসিবি। তারা জানিয়েছে, শীঘ্রই দুই দল মিলে সমঝোতার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজ, তাই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতেই হবে দুই দলকে। অন্যথায় পয়েন্টজনিত সমস্যায় পড়তে হবে। আর এ ম্যাচ খেলতে হবে ২০২১ সালের মার্চের মধ্যে।

পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশের পাকিস্তান সফর,করোনাভাইরাস,টেস্ট চ্যাম্পিয়নশিপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close