reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০২০

পিছিয়ে গেল আইপিএল

জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে আইপিএলের এই মৌসুম শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ, সেখানে ১৭ দিন পিছিয়ে এখন টুর্নামেন্ট শুরু হবে ১৫ এপ্রিল থেকে। করোনাভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআইয়ের সাম্মানিক সচিব জয় শাহ জানিয়েছেন, ভারতের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আইপিএল পেছানোর। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে আইপিএল। করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইপিএলের শেয়ার হোল্ডারসহ জনগণের স্বাস্থ্য সুরক্ষা সম্বন্ধে বিসিসিআই যথেষ্ট সচেতন। তাই আইপিএলের দর্শকেরা যেন নিরাপদে ক্রিকেট দেখতে পারেন, সে ব্যাপারে যা যা করা লাগে বিসিসিআই তাই করবে। এই সময়ে এই পরিস্থিতির উন্নয়ন সাধন করার জন্য বিসিসিআই ভারত সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইপিএল,বিসিসিআই,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close