reporterঅনলাইন ডেস্ক
  ২৯ ফেব্রুয়ারি, ২০২০

নিউজিল্যান্ডকে ৯১ রানে অলআউট করেও সালমাদের হার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা। ‘এ’ গ্রুপের ম্যাচে মেলবোর্নে নিউজিল্যান্ডকে ৯১ রানে অলআউট করে দিয়েও ১৭ রানে হেরেছে সালমারা।

ম্যাচের শুরু থেকেই রিতু মনি ও সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে বিশ্বকাপের অন্যতম ফেবারিট নিউজিল্যান্ডকে একশর নীচে গুটিয়েও দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। মাত্র ৯২ রানের টার্গেটে যেমন শুরুর দরকার ছিল তেমনটা করতে পারেনি বাংলাদেশের দুই ওপেনার আয়শা রহমান শুকতারা ও মোর্শেদা খাতুন।

মাত্র ১৯ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে বাংলাদেশ। মাঝে রোমানা, ফারজানারা দায়িত্বহীনতার পরিচয় দেন। অযথা রান আউটে কাটা পরে মাঠ ছাড়েন রিতু মনি ও ফারজানা হক।

আর আসরের সেরা ব্যাটসম্যান নিগার সুলতানা জৌতি ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। যদিও ৯ নম্বরে নেমে আবারো ব্যাটিংয়ে চেষ্টা করেছেন তিনি। কিন্তু তার একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব হয়নি।

বাংলাদেশের হয়ে দুই অংক স্পর্শ করেছেন মাত্র ৩ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা। মোর্শেদা ও রিতু মনির ব্যাট থেকে এসেছে ১১ রান করে। শেষ পর্যন্ত ৭৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ,বাংলাদেশ,নিউজিল্যান্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close