reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি, ২০২০

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলো সালমারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার দেয়া ১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।

অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি। ফারজানা হক সর্বোচ্চ ৩৬ রান করে আউট হন। ১৯ রান করেন নিগার সুলতানা। শামীমা সুলতানা এবং রুমানা আহমেদ দু’জনই করেন ১৩ রান করে।

বাকিরা আর দুই অংকের ঘরই ছুঁতে পারেনি। অস্ট্রেলিয়ান বোলার মেগান স্কাট নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি নেন জেস জোনাসেন। অ্যানাবেল সাদারল্যান্ড এবং নিকোলা ক্যারে নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১ উইকেট হরিয়ে ১৮৯ রানের বিশাল স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতেই ১৫১ রান তুলে ফেলে স্বাগতিক অস্ট্রেলিয়া।

১৭তম ওভারের শেষ বলে অসিদের একমাত্র উইকেটটির পতন ঘটান অধিনায়ক সালমা খাতুন। ৫৩ বলে ৮৩ রান করে এ সময় আউট হন অ্যালিসা হিলি। ৫৮ বলে ৮১ রান করে অপরাজিত থেকে যান বেথ মুনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্ট্রেলিয়া,নারী টি-টুয়েন্টি,বিশ্বকাপ,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close