reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

নাটকীয় জয়ে শিরোপার কাছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের জয়োৎসব চলছেই। সোমবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড চ্যালেঞ্জ জানালেও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-২ গোলে হারায় লিভারপুল। অল রেডদের হয়ে একটি করে গোল করেন জর্জিনিয়ো ভিনালডাম, মোহাম্মদ সালাহ ও সাদিও মানে।

২৭ ম্যাচে অল রেডদের পয়েন্ট ৭৯। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৫৭ পয়েন্ট। বাকি ১১ ম্যাচের ৪টিতে জিতলেই ১৯৯০ সালের পর প্রথমবার লীগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল। ঘরের মাঠে টানা ২১ ম্যাচ জিতল অল রেডরা। ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লীগে নিজেদের মাঠে টানা জয়ের রেকর্ড এটা।

এর আগের রেকর্ডটিও ছিল লিভারপুলের। ১৯৭২ সালে নিজেদের মাঠে টানা ২১ ম্যাচ জিতেছিল তারা। আরও একটি রেকর্ড স্পর্শ করেছে ইয়ুর্গেন ক্লপের দল। ইংলিশ প্রিমিয়ার লীগে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে টানা ১৮ ম্যাচ জিতল লিভারপুল।

আর ২০১৭ সাল প্রথম দল হিসেবে টানা ১৮ ম্যাচ জিতেছিল ম্যানচেস্টার সিটি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিভারপুল,ইংলিশ প্রিমিয়ার লিগ,ওয়েস্ট হ্যাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close