ক্রীড়া ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি, ২০২০

বোল্টের চেয়েও দ্রুত দৌড়ালেন!

স্প্রিন্টের ইতিহাসে এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ১০০ মিটারের ট্র্যাকে মাত্র ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন সাবেক জ্যামাইকান স্প্রিন্টার। সেই রেকর্ড অক্ষুণ্ন আছে এখনো।

কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যের এক কাম্বালা জকি যা করেছেন, তা শুনলে অবাক হবেন স্বয়ং বোল্টও। কেননা তার গড়া রেকর্ডটা যে ভেঙে দিয়েছেন শ্রীনিবাস গোওডা নামের সেই জকি!

অবশ্য বিশ্বস্বীকৃত কোনো প্রতিযোগিতায় দৌড়াননি শ্রীনিবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দেওয়া ২৮ বছর বয়সি ওই জকি দৌড়েছেন ভারতের কাম্বালা নামের ঐতিহ্যবাহী এক ষাঁড় দৌড়ের ক্রীড়া প্রতিযোগিতায়। যেটা হয়ে থাকে কর্ণাটক রাজ্যের দক্ষিণা কান্নাডা ও উদোপি জেলার মধ্যকার কৃষি জমিতে। প্রতিযোগিতায় একসঙ্গে বাঁধা দুই ষাঁড়ের পেছনে দৌড়াতে হয় প্রতিযোগীদের।

আর সেই দৌড়েই শ্রীনিবাস ১০০ মিটার পার হয়েছেন মাত্র ৯.৫৫ সেকেন্ডে, যা কি না বোল্টের গড়া নজিরের চেয়েও দ্রুত! প্রতিযোগিতায় মাত্র ১৩.৬২ সেকেন্ডে ১৪২.৫ মিটার দৌড়েছেন শ্রীনিবাস। চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।

কাম্বালার ইতিহাসে তার আগে কোনো প্রতিযোগী এত দ্রুত দৌড়াতে পারেনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উসাইন বোল্ট,ভারত,দ্রুতগতি,দৌড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close