reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০২০

বাবরের ব্যাটে বাড়ছে পাকিস্তানের লিড

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনটা পাকিস্তানের হয়ে উঠেছে। এরইমধ্যে লিড নিয়ে রানের খাতা বাড়িয়ে নিচ্ছে দলটি।

টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৪২ রান। এরই মধ্যে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০৯ রান। চতুর্থ উইকেটে ১৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া বাবর ১৪৩ ও আসাদ শফিক ৬০ রানে অপরাজিত রয়েছেন।

শনিবার ইনিংসের দ্বিতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান আবিদ আলিকে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার আবু জায়েদ রাহি। সেই ধাক্কা সামলে নেন শান মাহমুদ এবং আজহার আলী। এরপর জায়েদের বলে ফিরে যান অধিনায়ক আজহার আলী। পরে দুর্দান্ত এক সেঞ্চুরি করে আউট হন ওপেনার শান মাহমুদ।

তবে সহজ ক্যাচ মিসের কারণে জীবন পাওয়া বাবর আযম পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন। দলকে লিডও এনে দিয়েছেন তিনি। দুর্দান্ত এক সেঞ্চুরিও তুলে নিয়েছেন।

শান মাহমুদ আউট হওয়ার আগে বাবর আযমের সঙ্গে গড়েন ১১২ রানের জুটি। আজহার আলীর সঙ্গে শানের ৯১ রানের জুটি হয়। দলকে ভালো স্কোর দিতে আসাদ শফিককে নিয়ে ক্রিজে আছেন বাবর আযম।

শুক্রবার ম্যাচের প্রথম দিন টসে হেরে ব্যাট করতে নেমে ২৩৩ রান করেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেস্ট সিরিজ,বাংলাদেশ-পাকিস্তান,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close