reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২০

টি-টোয়েন্টিতে রাহুলের বিশ্বরেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েছেন লোকেশ রাহুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন ভারতের এই ডানহাতি ওপেনার।

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচে ২২৪ রান করেছেন রাহুল। পাঁচটি ম্যাচে তার রান ৫৬, ৫৭*, ২৭, ৩৯ ও ৪৫। দুটি হাফ সেঞ্চুরিসহ তার গড় ৫৬।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক সিরিজে সর্বোচ্চ রান ছিল ২২৩। যুগ্নভাবে এই রেকর্ডের মালিক ছিলেন মোজাম্বিকের ডামিও কোয়ানা ও নিউজিল্যান্ডের কলিন মুনরো।

২০১৯ সালে কোয়ানা মালয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েন। তার আগে ২০১৭-১৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২২৩ রান করেন মুনরো।

ভারতের বিপক্ষে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে কেন উইলিয়ামসনের দল। আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা লোকেশ রাহুল সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,লোকেশ রাহুল,নিউজিল্যান্ড,বিশ্বরেকর্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close