reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২০

যে কারণে টেস্ট দলে চমক নেই

টি-টোয়েন্টির পর এবার টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা। ৭-১১ জানুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ খেলতে ৪ ফেব্রুয়ারি পাকিস্তান যাবে মুমিনুল হকের দল। এই সফরে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ৩১ জানুয়ারি দল ঘোষণা করবে বিসিবি।

তবে, এই দলে কোনো চমক থাকার সম্ভাবনা নেই। অভিজ্ঞরাই দলে থাকবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আর বিসিএলের পারফরম্যান্স এই সিরিজে বিবেচনার সুযোগও থাকছে না বলে জানিয়েছেন তিনি। কারণ, বিসিএল শুরু ৩১ জানুয়ারি। আর দল পাকিস্তানে চলে যাবে ৪ ফেব্রুয়ারি।

মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, টেস্ট দল গঠনে বিসিএলের পারফরম্যান্স মূল্যায়নের সুযোগ থাকছে না। কারণ, দলই তো ৪ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবে। আমরা একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথা ভেবেছিলাম। কিন্তু সেটি না করে টেস্ট দলের ক্রিকেটারদের বিসিএলে ম্যাচ খেলার সুযোগ দিয়েছি। টেস্টে তো আর পরীক্ষা-নিরীক্ষা চলে না। তাই অভিজ্ঞরাই থাকছে দলে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাওয়ালপিন্ডি,টেস্ট ম্যাচ,বিসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close